শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আশুলিয়ায় বাবাকে ফেলে দিয়ে মেয়েকে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৩:৪১

সাভারের আশুলিয়ার চলন্ত বাস থেকে বাবাকে ফেলে দিয়ে মেয়ে জরিনা খাতুনকে (৪৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন- আশুলিয়ার গাজীরচর এলাকার মতিয়ার রহমানের ছেলে নুর ইসলাম (২৯), সিরাজগঞ্জের চৌহালি থানার করোয়াজানি গ্রামের মোকছেদ আলীর ছেলে মো. স্বপন (৩৫) ও আশুলিয়ার গাজীরচর এলাকার আমেনা বেগম। 

 

প্রসঙ্গত, ৯ নভেম্বর শুক্রবার আশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবাকে ফেলে দিয়ে মেয়ে জরিনা খাতুনকে হত্যা করে পালিয়ে যায় চালক ও তার সহযোগীরা। পরে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের মরাগাঙ্গ এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জরিনা খাতুনের স্বামী নুর ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। 

 

 

ইত্তেফাক/ইউবি