শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লালমনিরহাটে পিআইসির ৫ ভুয়া শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৫২

লালমনিরহাটের হাতীবান্ধায় ভুয়া পরীক্ষার্থী সেজে পিইসি পরীক্ষা দেওয়ার সময় ৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার পিআইসি পরীক্ষার প্রথম দিনে হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করেন কেন্দ্র সচিব রেজাউল করিম প্রধান জুয়েল।

বহিষ্কৃতরা হলো- সোহেল রানা, মাইদুল ইসলাম, মাসুদ রানা, কুহিলী খাতুন, মুন্নি আক্তার।

হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন বলেন, জাহেদা খাতুন নামে একজন নারী নিজেকে বাড়াইপাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা প্রধান শিক্ষক বলে দাবি করে এ অভিযোগ করেছেন। তার মাদরাসার নাম ব্যবহার করে হাবিবুর রহমান হাবিব ৭ জন ভুয়া শিক্ষার্থী দিয়ে পিইসি পরীক্ষা দিচ্ছে। ওই ৭ জনের ৩ জন স্থানীয় শাহ গরিবুল্লাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ৪ জন হাতীবান্ধা সিনিয়র আলিম মাদরাসার ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থী। পরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে ওই ৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত ও ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদে এসব পরীক্ষার্থী ভুয়া হওয়ায় তাদেরকে বহিষ্কার করা হয়। 

জড়িত থাকার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিবকে আটক করে পুলিশে দেওয়া হলেও পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

ইউএনও সামিউল আলীম জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান আলীকে পুরে ঘটনা তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

ইত্তেফাক/বিএএফ