শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ

আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০৯:৫৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ রয়েছে সকল ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম। কাল বৃহস্পতিবার থেকে যথারীতি শুরু হবে বন্দরের কার্যক্রম।

 

বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, সর্বকালের সর্বশেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.) নবুয়তের সিলসিলায় শেষ নবী। তার জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল। এ দিনটি মুসলমানদের কাছে এক পবিত্র দিন। মুসলমান সমপ্রদায় দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করছেন। আজ সরকারী ছুটি হওয়ায় দুই দেশের ব্যবসায়িরা আজ বন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি সহ লোড-আনলোড বন্ধ রাখা হয়েছে।

 

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর মিয়া জানান, বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনের কার্যক্রমের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। তাই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এই দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

 

ইত্তেফাক/এএম