শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আজিজুল হকের দাফন সম্পন্ন

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৭:১১

গোয়ালন্দের বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক (৬৮) বৃহস্পতিবার রাত ৩.২৫ মিনিটে ঢাকা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ......... রাজিউন)। আজিজুল হক দেবগ্রাম ইউনিয়নের মৃত মফিজদ্দিন সরদারের ছেলে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মরহুম আজিজুল হক গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন চাকুরী শেষে অবসর গ্রহণ করেন।

গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স মাঠে দুপুর ২টায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শনের পর জানাজা নামাজ অনুষ্টিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আঃ জব্বার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, উপজেলা ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সহ আলহাজ্ব নুরুজ্জামান মিয়া, সাবেক রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এমদাদুল হক বিশ্বাস, বড় ছেলে রাশিদুল ইসলাম সবুজসহ এলাকার বিপুল সংখ্যাক লোক সমাগম ঘটে।

বীর মুক্তিযোদ্ধাকে রাজবাড়ী সদরের খানখানাপুর হাফেজিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে পৈতৃক বাড়ীর পাশে কবরস্থানে দাফন করা হয়।

ইত্তেফাক/নূহু