বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুকুরকে বাঁচাতে গিয়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২১:৪৭

ভাঙ্গুড়া-পাবনা সড়কে চাটমোহরের শিমুলতলা নামক স্থানে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভাঙ্গুড়া পৌরসদর এসআর পাড়ার মনিরুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী আফরোজা খানম(২৭)। 

মনিরুল ইসলাম ফরিদপুর উপজেলা স্থানীয় সরকার বিভাগের হিসাব রক্ষক এবং আফরোজা এনজিও আশা চাটমোহর শাখার কর্মকর্তা ছিলেন। জানা গেছে,আফরোজা খানমের বদলি জনিত কারণে টেবুনিয়ায় তার নতুন কর্মস্থলে বাসা ঠিক করে ওই দম্পতি মটর সাইকেলে ভাঙ্গুড়ায় ফিরছিলেন। পথে একটি কুকুর মটর সাইকেলের সামনে পড়লে চালক ওকে বাচাঁনোর চেষ্টা করেন। এসময় মটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কড়ই গাছের সাথে ধাক্কা খায়। গাছের আঘাতে ঘটনাস্থলেই দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়। 

তবে কুকুরটি অক্ষত রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মনিরুল ইসলামের বড় ভাই সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক রবিউল করিম দুর্ঘটনায় তার ভাই ও ভাইয়ের স্ত্রীর নিহত হবার কথা নিশ্চিত করেছেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘটনাস্থল পরিদর্শন তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান চাটমোহর থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন। 

ইত্তেফাক/কেআই