শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১০:৪৯

আজ মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ রয়েছে সকল ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এই দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মো. কামাল হোসেন রাজ জানান, মহান বিজয় দিবস উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীরা আজ রবিবার বন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। ফলে সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে এই দুই দেশের মধ্যে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি সহ লোড-আনলোড বন্ধ রাখা হয়েছে। কাল সোমবার থেকে পুনরায় শুরু হবে বন্দরের সকল কার্যক্রম।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর মিয়া জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কোনো ধরণের ছুটির আওতায় পড়ে না। তাই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈধ ভিসা নিয়ে পাসপোর্ট যাত্রীরা চলাচল করতে পারেন।

ইত্তেফাক/মোস্তাফিজ