বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জীবননগরে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার তিন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৯:২৪

জীবননগরে বিএনপি নেতা দুই ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত দুই ইউপি সদস্য আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প ভাংচুর করা মামলার এজাহারভুক্ত আসামি। 

অপরদিকে, বিএনপির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই রায়পুরে তাদের নির্বাচনী ক্যাম্প ভাংচুরসহ দুইজনকে মারপিট করে আহত করা হয়। এ ঘটনায় আবার উল্টো তাদেরই নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে। 

জীবননগর থানা সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বাঁকা ইউপির ৪নং ওয়ার্ড সদস্য রঘুনন্দনপুর গ্রামের আব্দুল মান্নান (৪৮), কেডিকে ইউপির ৯নং ওয়ার্ড সদস্য খয়েরহুদার আবুল কালাম আজাদ ঝন্টু (৪৫) ও বিএনপি কর্মী শহরের আঁশতলাপাড়ার হাবিবুর রহমান (৩৮)।

মামলার তদন্তকারী কর্মকর্তা জীবননগর থানার এসআই সিরাজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা বিএনপির নেতাকর্মী। তাদের বিরুদ্ধে থানায় নির্বাচনী ক্যাম্প ভাংচুরের মামলা রয়েছে।

আরও পড়ুন: ড. কামাল হোসেনের ওপর হামলার অভিযোগে মামলা

ইত্তেফাক/এমআই