শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গোদাগাড়ীতে স্বর্ণসহ পাচারকারী আটক

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৯

রাজশাহীর গোদাগাড়ীতে ১০০ ভরি স্বর্ণসহ তিন পাচারকারীকে আটক করেছে জেলা পুলিশ। মঙ্গলবার মহিশালবাড়ী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি মাক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

এ সময় স্বর্ণ চোরাচালান চক্রের সদস্যরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদরের শান্তির মোড় এলাকার মৃত সুবেদ আলীর ছেলে ওসমান গনি (৩৫), হরিপুর গ্রামের সোনাদী মণ্ডলের ছেলে ইসারুল ইসলাম (৩০), রশিদ নগর গ্রামের শফিকুল ইসলামের ডালিম (২৫) মাইক্রো চালক রামকৃষ্ট পুর মাঝপাড়ার মৃত মোর্ত্তজার ছেলে ইসমাইল। 

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন খবর পেয়ে পুলিশের উপপরিদর্শক আমিনুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মহিশালবাড়ী এলাকায় অবস্থান নেয়। মহিলা কলেজের সামনে চাঁপাইনবাবগঞ্জগামী একটি মাক্রোবাসের গতিরোধ করেন।

এ সময় তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করা হয়। চক্রটি দীর্ঘদিন যাবত স্বর্ণের চোরাচালানের সঙ্গে জড়িত ছিল বলে ওসি জানান। এ ব্যাপারে গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।

আরো পড়ুন: দেবী’র সাফল্যে নিউইয়র্কের উৎসবে জয়া আহসান

ইত্তেফাক/জেডএইচ