শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাতীয় উন্নয়নে তরুণীদের সম্পৃক্ত করা হবে: মাশরাফির স্ত্রী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৩

নড়াইল-২ আসনে মহাজোটের মনোনীত প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার স্ত্রী সুমনা হক সুমি বলেছেন, ‘এলাকার তরুণীদের যে শক্তি আছে, যে প্রতিভা আছে সেটাকে বিকশিত করে জাতীয় উন্নয়নে তাদের সম্পৃক্ত করা যায়। তরুণীদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী করা হলে নড়াইল হবে একটি মডেল জেলা। মাশরাফি নির্বাচিত হলে আশা করি এ কাজ সহজে করা সম্ভভ হবে।’

বুধবার লোহাগড়া উপজেলার দক্ষিণ অঞ্চলের বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠকে নারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

উপজেলার তালবাড়িয়া গ্রামে এক নিবার্চনী উঠান বৈঠকে মহিলা ভোটারদের আগামী ৩০ ডিসেম্বরে নৌকা প্রতীকে ভোট দিয়ে মাশরাফিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- দিঘলিয়া ইউপির চেয়ারম্যান নিলা ইয়াসমিন, যুবলীগ নেতা টিপু সুলতান, নূর আলম শিহাব, শরিফুল ইসলাম বাবলু, সুমির বোন সঞ্চিতা হক রিক্তা, সঞ্জিবা হক রিপা, সৈয়দ খাইরুল ইসলাম প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ