শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নির্বাচনী সহিংসতা: আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ০০:৫৩

নির্বাচনের দিন সহিসংতায় আহত আওয়ামী লীগ নেতা ও বগুড়ার কাহালু উপজেলার পাইকর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নাজমুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বগুড়ার পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঞা বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ জাতিসংঘের শীর্ষ দূতকে সোমালিয়া ছাড়ার নির্দেশ

জানা গেছে, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা ও যুবলীগের সহসভাপতি আজিজুর রহমানের ওপর ভোটের দিন কেন্দ্রের বাইরে ধানের শীষের সমর্থকেরা হামলা চালায়। হামলায় আহত আজিজুর রহমানকে ওই দিনই হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। আর নাজমুল হুদা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি সেখানে বধুবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কাহালু থানার ওসি শওকত কবির ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর ভোটের দিন ও আগের দিন রাতে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতায় ১৭ জন নিহত হন।

ইত্তেফাক/আরকেজি