শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ময়মনসিংহ-৩ আসন থেকে জামানত হারালেন ৪ জন

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৮:০২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে আওয়ামী লীগ, বিএনপিসহ ৬জন প্রার্থী নির্বচনে অংশ গ্রহণ করেন। এতে ৪জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে নাজিম উদ্দিন আহমেদ পেয়েছেন ১৫৯৩০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২৪৫১৯ ভোট। এছাড়া বাকী ৪জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

জামানত হারানো প্রার্থীরা হলেন- সিপিবি মনোনীত প্রার্থী হারুন আল বারী কাস্তে প্রতীকে পেয়েছেন ৫৩৮ ভোট, জাকের পার্টি মনোনীত গোলাম মোহাম্মদ (জিএম মাস্টার) গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ১৪১৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা আইয়ুব আলী নূরানি হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৮৪২ ভোট, তরিকত ফেডারেশন মনোনীত প্রাণেশ চন্দ্র পণ্ডিত ফুলের মালা প্রতীকে পেয়েছেন ৩০৫ ভোট।

উল্লেখ্য, জামানত ফিরে পেতে হলে কমপক্ষে প্রদত্ত ভোটের এক অষ্টামাংশ ভোট পেতে হয়।

ইত্তেফাক/বিএএফ