শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিক্ষাখাতে দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে: নওফেল

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৬:৪৮

শিক্ষাখাতে দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘আমি আপনাদের সন্তান। আপনাদের সমর্থন নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন তার প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।’

তিনি বলেন, ‘শিক্ষাখাতে দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে’।

চট্টগ্রামে নতুন করে স্কুল-কলেজ সরকারিকরণে উদ্যোগ নেওয়া হবে জানিয়ে নওফেল আরও বলেন, ‘যেসব সরকারি স্কুল-কলেজ আছে সেখানে আরও অবকাঠামো উন্নয়ন করে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। স্কুল-কলেজে আসন সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।’

আরও পড়ুন: মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিকের আপিল খারিজ

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওফেলকে যে দায়িত্ব দিয়েছেন তা সম্পাদনে সবসময় আমরা তার পাশে থাকবো’।

ইত্তেফাক/এমআই