শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মঠবাড়িয়ায় তিন ইট ভাটায় জরিমানা

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৭:৪১

পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিবেশ আইন না মানায় তিন ইট ভাটার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা ও একটি ইটভাটায় পানি দিয়ে কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে।

শুক্রবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার পাতাকাটা গ্রামের জলিল মৃধার ব্রিক ফিল্ডের জলিল মৃধাকে ২০হাজার টাকা, সোনাখালী প্রামের ই এফ কে ব্রিক ফিল্ডের মালিক পক্ষের কবির হোসেনকে ২০ হাজার টাকা এবং উপজেলার পাচঁশত কুড়া গ্রামে শামীম মৃধার মালিকাধীন এম এ বি ব্রিক ফিল্ডে কাউকে না পাওয়ায় পানি দিয়ে ৫০হাজার কাঁচা ইট বিনষ্ট করেন।

আরও পড়ুনঃ বগুড়ার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, খবর শুনে মায়ের মৃত্যু

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কৃষি জমিতে ইটের ভাটা নির্মাণ, সরকারি অনুমোদনবিহীন চিমনি ব্যবহার ও কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট ভাটা পরিচালনার অভিযোগে তাদের এ জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।’

ইত্তেফাক/নূহু