বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সূর্যসেন যুগে যুগে বিপ্লবী চেতনার উৎস হয়ে থাকবেন: ফজলে করিম চৌধুরী এমপি

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৭:৪৬

রাউজানে ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মাস্টারদা সূর্য সেনের ৮৬তম ফাঁসি দিবস পালিত হয়েছে। ১২ জানুয়ারি সকাল ১১টায় স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী রাউজান সরকারি কলেজ সংলগ্ন মাস্টারদা সূর্য সেন স্মৃতি পাঠাগারের সম্মুখস্থ আবক্ষমূর্তিতে পুষ্পাঞ্জলী অর্পনের মাধ্যমে দিবসটি সূচনা করেন। এরপর সূর্যসেন চত্বরে সাংসদ ফজলে করিম চৌধুরী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন।

সাংসদ বলেন, ‘মাস্টারদা চট্টগ্রামকে তিন দিন ব্রিটিশদের শাসনমুক্ত রেখেছিলেন বলেই এ জনপদকে বিপ্লবতীর্থ বলা হয়। তিনি চট্টগ্রামকে বিশ্ববাসীর কাছে বিশেষভাবে পরিচিত করেছিলেন। তার জন্মস্থান রাউজানে হওয়ায় আমরা গর্বিত। তিনি আমাদের কাছে যুগে যুগে বিপ্লবী চেতনার উৎস হয়ে থাকবেন।’

তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসার পর রাউজানে মাস্টারদার স্মৃতি রক্ষায় অনেক কাজ হয়েছে। নোয়াপাড়া রেলস্টেশনের নাম হবে মাস্টারদার নামে।’

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুনাইদ কবির, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, শ্যামল কুমার পালিত, সাইফুল ইসলাম রানা, কাউন্সিলর আলমগীর আলী, সৈয়দ আব্দুল জব্বার সোহেল, আহছান হাবীব হাছান, তপন দে, দিপলু দে দীপু প্রমুখ।

আরও পড়ুনঃ ছাতকে বিদেশি মদসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

সভা শেষে আবক্ষমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, রাউজান কলেজসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান।

ইত্তেফাক/নূহু