বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মেঘনায় ট্রলারডুবির ঘটনায় মামলা

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০০:০৬

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে ট্রলার ডুবে ২০ শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনায় মামলাা হয়েছে। শুক্রবার রাতে বেঁচে যাওয়া শ্রমিক শাহ আলম গজারিয়া থানায় এ মামলা দায়ের করেন।

মামলার প্রধান আসামি মাদারীপুরের শিবচর থানার হাজী শুকুর হাওলাদারকান্দি গ্রামের মৃত করিম বেপারির ছেলে ট্রলারের সারেং (চালক) মো. হাবিব (৫৫)। এছাড়া ট্রলার মালিক নারায়ণগঞ্জের ফতুল্লার আকবরনগর গ্রামের মন্নাম দেওয়ানের ছেলে জাকির দেওয়ান (৪৫) এবং অজ্ঞাত তেলের ট্যাঙ্কারের চালক। তবে হাবিব ও জাকির পলাতক রয়েছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম জানান, বেপরোয়াভাবে নৌযান চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে প্রাণহানির অপরাধে ধারা ২৮০/৩০৪ এর (ক) ধারায় মামলাটি রুজু হয়েছে। মামলা নং ২১। পুলিশ জানায়, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলায় ঘটনাস্থল কালীপুরার বেরুমল্লিকেরচর গ্রামের পশ্চিমপাশে মেঘনা নদী। ঘটনার সময় উল্লেখ করা হয়েছে সোমবার দিবাগত রাত পৌনে ৪টা।

আরো পড়ুন: কাউন্সিল ডেকে বিএনপির নেতৃত্বে পরিবর্তন আনার প্রস্তাব

মুন্সীগঞ্জের মেঘনায় তেলের ট্যাঙ্কারের ধাক্কায় জাকির দেওয়ান নামের মাটি বোঝাই ট্রলারটি ডুবে যায়। এসময় ৩৪ জন শ্রমিকের মধ্যে ১৪ জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছে ২০ শ্রমিক।

ইত্তেফাক/আরকেজি