শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৮:১৫

সোনারগাঁয়ে মাইক্রোবাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। একই সময় গাড়িতে থাকা আরেকজন আরোহী গুরুতর আহত হয়েছেন। রবিবার ভোরে সোনারগাঁয়ের বস্তুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল চারজনের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- আড়াইহাজার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকার মৃত কাজেম আলী মোস্তাকের ছেলে দলিল লেখক শহীদুল্লাহ (৪৫), একই এলাকার জোহর আলীর ছেলে রাজু আহম্মেদ (৪২), বড় ফাউসা এলাকার ইমু বাবুর্চির ছেলে রিপন (৪১) ও আড়াইহাজার পৌরসভাধীন বাঘানগর এলাকার মিজানুর রহমানের ছেলে মোমেন (৪০)। গত শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিজয় সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এদের মৃত্যু হয়েছে। নিহদের সবাই আড়াইহাজারের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিজয় সমাবেশ থেকে ফেরার পথে রাতে ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের বস্তল এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহত চারজনই আড়াইহাজারের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

আরও পড়ুনঃ বাঁশের সাঁকোয় পারাপার ২ উপজেলার মানুষের

এ বিষয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর সেলিম রেজা জানান, ‘রবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে চার ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়। তাদের বহনকৃত ঢাকা মেট্রো-ঘ-১৫-৫৪৮৩ নাম্বারের সাদা রংঙের প্রাইভেটকারটি গত শনিবার রাতের যে কোন সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খাদে পড়ে যায়। পানিতে ডুবে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে।’

তিনি আরও জানান, ‘স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি গাড়িতে থাকা রবিন নামে এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ইত্তেফাক/নূহু/বিএএফ