শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তালতলীতে পুলিশ-ডাকাত ‘বন্দুকযুদ্ধ’, আহত ৩

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৫:১৫

বরগুনা জেলার তালতলী উপজেলার কচুপাত্রা এলাকায় গত শনিবার গভীর রাতে পুলিশের সঙ্গে ডাকাতদলের বন্দুকযুদ্ধ হয়েছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্যসহ এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে।

তালতলী থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের মনসাতলী এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় আটক ডাকাত ইয়াসিনকে নিয়ে পুলিশ গত শনিবার রাতে উপজেলার কচুপাত্রা এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে ডাকাতদলের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ ঘটনায় আটক ডাকাতের সহযোগিদের ছোড়া গুলিতে পুলিশের এসআই জসিম, কনস্টেবল মেহেদী হাসান আহতসহ আটককৃত ডাকাত ইয়াসিনের পায়ে গুলিবিদ্ধ হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ডাকাত ইয়াসিনকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে ভর্তি করানো হয়। ঘটনাস্থল থেকে পুলিশ দেশীয় ৪টি এলজি, ৭টি গুলির খালি খোসা উদ্ধার করে।

আরও পড়ুনঃ কুমিল্লায় বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার, আটক ৪

তালতলী থানার ওসি (তদন্ত) হুমায়ন কবির জানান, আটক ইয়াসিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বের ডাকাতি, চুরি ও বিস্ফোরকসহ ১৪টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও পুলিশকে আহত করাসহ আরো ২টি মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/নূহু