শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৯:০৩
নাটোরের বাগাতিপাড়ায় বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্ত্রী-সন্তানসহ এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বাজার এলাকার ব্যবসায়ী খালেদ হোসেন রব (৩৩), তার স্ত্রী সোনিয়া বেগম (২৬) ও একমাত্র ছেলে তাসফি (৮)। নিহত খালেদ হোসেন রব আড়ানী বাজারের খালেদ সু স্টোরের প্রোপ্রাইটর খাইরুল ইসলামের ছেলে। রবিবার বিকাল সোয়া চারটায় উপজেলার বাঁশবাড়িয়া-জামনগর সড়কের কাটাকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও পুলিশ জানায়, ‘বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়ার কৈচরপাড়া গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে সপরিবারে মোটরসাইকেলযোগে ফিরছিলেন খালেদ হোসেন রব। পথে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের কাটাকোল এলাকায় বিপরীত থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক (রয়পুর-ট-০২-০০৫৯) মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে ৩ আরোহী ছিটকে পড়ে। ঘাতক ট্রাকটির চাপায় ঘটনাস্থলেই শিশুসহ তিনজন নিহত হন। পরে এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।’
 
 
এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ জানান, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়না তদন্তের ব্যাপারে উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। ট্রাক আটক করা হয়েছে।’
 
ইত্তেফাক/নূহু