শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মেঘনায় ট্রলারডুবি: একজনের পরিচয় মিলেছে

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২২:৫৩

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে উদ্ধার করা একজনের মরদেহের পরিচয় পাওয়া গেছে। তার নাম রহমত আলী (৩৯)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গজাইল গ্রামের মৃত মইজউদ্দিন ছেলে।

রবিবার রাতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ভাই সোহেল রানা নিখোঁজ ওই শ্রমিকের মরদেহ শনাক্ত করেন। এর আগে রবিবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চঘাটের কাছে মাঝ মেঘনায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এই তথ্য দিয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান রাত ১০টায় জানান, ষাটনলে উদ্ধার হওয়া অপর লাশটি চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সেখানেও অন্য স্বজনরা গেছেন। ধারণা করা হচ্ছে ওই লাশের পরিচয় কিছু সময় পরেই নিশ্চিত হওয়া যাবে।

আরো পড়ুন: এসএসসির সময় বন্ধ থাকবে কোচিং সেন্টার: শিক্ষামন্ত্রী

রহমত আলীর শহরীরের জখম ও মুখবাধা অবস্থায় থাক প্রসঙ্গে তিনি বলেন, ধারণা করা হচ্ছে জাহাজের পাথার সাথে আঘাতে এমনটি হয়েছে। তবে মুখ বাধা থাকার ঘটনা সঠিক নয়।

ইত্তেফাক/আরকেজি