শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নারায়ণগঞ্জে আগুনে পুড়লো ৭২টি বস্তিঘরসহ অর্ধশত জুটের গোডাউন

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১০:৩২

নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকায় সোমবার ভোরে আগুন লেগে ৭২টি বস্তিঘর ও অর্ধশত জুটের গোডাউন পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

 

ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদের জানান, সোমবার ভোর ৩টার দিকে চাঁদমারী এলাকার একটি গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বস্তিঘর ও গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা কয়েকশত ফুট উপরে উঠে যায়। বস্তিবাসীর চিৎকারে আশপাশের লোক এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

আরো পড়ুন : নেমেই ব্যবধান গড়ে দিলেন মেসি

পরে দমকল বাহিনীকে খবর দিলে হাজিগঞ্জ, ডেমরা ও মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের ৮ ইউনিট তিন ঘণ্টা চেষ্টার পর সকালে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তবে কয়েক কোটি টাকার জুট সামগ্রী আগুনে পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

 

ইত্তেফাক/ইউবি