শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কালিহাতীতে ট্রাক-লরির সংঘর্ষ, চালক নিহত

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৫:৩৪

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষে লরির চালক নিহত হয়েছেন। এ ঘটনায় লরির হেলপারসহ ট্রাকে অবস্থানকারী আরো দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই লরির চালক কিশোরগঞ্জে রহমত আলী (৫৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লবণ ভর্তি একটি ট্রাক উপজেলার আনালিয়াবাড়ি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি পৌঁছে লরিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লরির চালক নিহত হন। এ ঘটনায় লরির হেলপারসহ আরো দুইজন আহত হন। 

আরও পড়ুন: ২৬ ধনীর হাতে বিশ্বের অর্ধেক দরিদ্র জনগোষ্ঠীর সমপরিমাণ সম্পদ 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।’

ইত্তেফাক/কেকে