শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রংপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২০:৫২

রংপুরে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগঞ্জ থেকে ১১০৩ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করে র‌্যাব-১৩।

র‌্যাব-১৩ কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে জেলার পীরগঞ্জ উপজেলার ৬নম্বর টুকুরিয়া ইউনিয়নের ভগবানপুর গ্রামের বিরামপুর থেকে পীরগঞ্জগামী পাঁকা রাস্তার অভিযান পরিচালনা করে একটি শ্যালো মেশিন চালিত ট্রলি থেকে ১১০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার উত্তর দাউদপুর এলাকার বাসিন্দা মৃত বায়েন উদ্দিনের মাদক ব্যবসায়ী জয়নুল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করে। এ সময় অপর ৩ জন মাদক ব্যবসায়ী  ইউনুস আলী (৪০), মো. ওহাব কাজল (৩৫) ও মো. আব্দুর রাজ্জাক মন্ডল (৪২) ঘটনাস্থল থেকে সুকৌশলে পালিয়ে যায়।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমায় দুই পক্ষ, থাকছেন না সাদ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জয়নুল ইসলাম জানান, বৃহত্তর রংপুর অঞ্চলে তাদের মাদক পাচারের একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে।

ইত্তেফাক/কেকে