বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাবুনগরীর পাসপোর্ট ফেরত দিল সরকার

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২১:২৫

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট ফেরত দিয়েছে সরকার। মঙ্গলবার সন্ধ্যার পর ফেরত দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মাদরাসার মুখপত্র মুফতি সরওয়ার কামাল। তিনি বলেন, আল্লামা শাহ আহমদ শফী নিজ উদ্যোগে বাবুনগরীর পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এরই প্রেক্ষিতে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের সঙ্গে ফোনে কথা বলেন আল্লামা শফী। তিনি পাসপোর্ট ফেরত দেওয়ার আহ্বান জানান। পরে পাসপোর্টটি ফেরত দেওয়া হয়। 

আরো পড়ুন: বিদেশে টাকা পাচারে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

মুফতি সরওয়ার আরো জানান, বাবুনগরী দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট ও ডায়াবেটিসসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যেতে পরামর্শ দিয়েছিলেন। 

এর আগে বাবুনগরীর পাসপোর্ট ফেরতের দাবিতে বিকালে চট্টগ্রামের হাটহাজারী ডাকবাংলা চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

২০১৩ সালে শাপলা চত্বরের ঘটনার পর বাবুনগরী গ্রেফতার হয়েছিলেন। সে সময় তার পাসপোর্টটি নিয়ে নেওয়া হয়।

ইত্তেফাক/জেডএইচ