বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

একই সড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪০

সীমান্তবর্তী কানাইঘাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছন শুক্রবার বিকালে। উপজেলার বড়চতুল ইউপির মালীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় রোড অটোরিকশা (সিএনজি) গাড়ির ধাক্কায় ছফাই বেগম (৪৫) নামক এক বিধবা মহিলার মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার দূর্লভপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের স্ত্রী।

এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার জন্য কানাইঘাট-দরবস্ত সড়কের মালিগ্রাম বাসস্টেশন নামক স্থানে লেগুনা গাড়িতে উঠার সংকেত দেন। এসময় বিপরীতগামী অটোরিকশার (সিএনজি) ধাক্কায় ছফাই বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, এক সন্তানের জননী বিধবা ছফাই বেগম এক দরিদ্র পরিবারের মহিলা।

অপর দুর্ঘটনাটি ঘটে বিকেল ৪টায়। নিহত হয়েছে ৭ বছরের এক শিশু। তার নাম রুহেদ আহমেদ। সে উপজেলার সাতবাঁক ইউনিয়নের সাতপারি গ্রামের নুরুল আলমের পুত্র।

আরও পড়ুন: আগে বই মেলা ঘুরে বেড়াতাম, এখন জীবনটা বন্দি: প্রধানমন্ত্রী

জানা যায়, বিকেলে সে রাস্তায় বের হলে বিপরিতগামী (সিলেট-ছ-১১-২১৩৫) ঘাতক লেগুনা গাড়ীর ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কানাইঘাট থানা পুলিশ শিশু রুহেদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ইত্তেফাক/আরকেজি