শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিবগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে বিজিবি। শনিবার সকালে মাসুদপুর বিওপি কর্তৃক সীমান্ত পিলার ৭/৮ এস হতে ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠুঠাপাড়া গ্রামের চৌধুরী সরণী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ঘুঘুডাংগা গ্রামের মৃত সহবুল হোসেনের ছেলে আব্দুল্লাহ, (২০) সোনরুদ্দীন মাস্টারের ছেলে আল মামুন রেজা (৩৫), মৃত তোফাজ্জল হোসেনের ছেলে সুমন (২০) ও মুর্শিদাবাদ জেলার শমসেরগঞ্জ থানার রতনপুর ইউনিয়নের সুলিতলা গ্রামের মনসুরের ছেলে বানিরুল শেখকে (৩০)।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর পৌনে ৫ টার দিকে বিজিবির ০১ (চিতা) মাসুদপুর বিওপি কর্তৃক সামীন্ত পিলার ৭/৮এস হতে ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠুঠাপাড়া গ্রামের চৌধুরী সরণী নামক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১শ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আরো পড়ুন: পাইকগাছায় নদীতে পড়ে নারীর মৃত্যু

অন্য এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টার দিকে মাসুদপুর ব্ওিপি অধীনস্থ  ৭/৯ এস নং পিলার হতে ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বানিরুল শেখকে (৩০) হাতেনাতে আটক করে বিজিবি।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদের পুলিশের সহায়তায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ