শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিঙ্গাইরে প্রাইভেট কার ও ফেনসিডিলসহ দু্ইজন গ্রেফতার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৯

মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে একটি প্রাইভেট কার ও ৮৫০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। শনিবার সকাল ১১টার দিকে সিঙ্গাইর উপজেলার বিন্নাডাঙ্গি বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের কাটাদহ গ্রামের মৃত মনিরুদ্দিনের ছেলে কবির আহমেদ ( ৩৮) ও  চুয়াডাঙ্গার দামুরহুদা দর্শনা এলাকার আব্দুল মজিদের ছেলে মো. মিন্টু (৩০)।

আরও পড়ুনঃ বিদ্যালয়ে বিনা ছুটিতে অনুপস্থিত থাকায় ৭ শিক্ষক বরখাস্ত

র‌্যাব-৪ এর উপ অধিনায়ক মেজর আব্দুল হাকিম জানান, ‘কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকা মেট্র্রো খ-১২-২৫৭২ নম্বরের প্রাইভেট কারটি উক্ত ফেনসিডিলগুলো নিয়ে সিঙ্গাইর-হেমায়েতপুর সড়ক দিয়ে ঢাকা যাচ্ছে। এমন খবর পাওয়ামাত্র সিঙ্গাইরের বিন্নাডাঙ্গি বাসস্ট্যান্ডে অবস্থান নেয় র‌্যাব। এরপর উক্ত প্রাইভেট কারের ভেতর থেকে ৮৫০ বোতল নিষিদ্ধ এই  ভারতীয় মাদক উদ্ধার করে দুইজনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।’

ইত্তেফাক/নূহু