বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কেরানীগঞ্জে তিনটি ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৯

কেরানীগঞ্জে কয়েকটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মোল্লারহাট ও জাজিরা এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযানে মোল্লা ব্রিকস এন্ড কোং ইটভাটাকে নগদ ১১ লাখ টাকা, মেসার্স এমএইচএস এন্ড কোং ইটভাটাকে ১১ লাখ টাকা এবং জাজিরা এলাকার নিউ ব্রিকস ম্যানুফ্যাকচার নামক ইটভাটাকে ৮ লাখ টাকাসহ মোট ৩০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে ইটভাটার মালিককে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।

আরো পড়ুন: যৌন আকর্ষণ না থাকলে প্রেম হয় না: অঞ্জন দত্ত

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী  ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহম্মেদ। এ সময় তাকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক  মো.আমিনুল ইসলাম, ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক খালেদ হাসান, সহকারি পরিচালক মিহির লাল সরকার ও মো. শরীফুল ইসলাম। 
 
ইত্তেফাক/অনি