শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আগৈলঝাড়ায় যৌতুকের নির্যাতনের শিকার গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫২

আগৈলঝাড়ায় যৌতুকের নির্যাতনের শিকার এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম তানিয়া (২৩)। তিনি উপজেলার দত্তেরাবাদ গ্রামের দিন মজুর আব্দুল খালেক খানের মেয়ে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পর লাশ মর্গে প্রেরণ করেছে পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, একই উপজেলার বড় বাশাইল গ্রামের শাহীন মোল্লা ওরফে বাবুর সঙ্গে এক বছর আগে বিয়ে হয়। বিয়ের সময় বর পক্ষকে ৮০হাজার টাকা যৌতুক দেয় তানিয়ার দিন মজুর বাবা। তানিয়ার শ্বশুর বাড়ির লোকজন তানিয়াকে ২০ হাজার টাকা যৌতুকের জন্য মানসিক ও প্রায়ই শারিরীক নির্যাতন চালাত। বৃহস্পতিবার তানিয়া তার মামাবাড়ি মোহনকাঠী গ্রামের সিরাজ হাওলাদারের বাড়ি বেড়াতে যায়। ওই বাড়িতে শুক্রবার দুপুরে সবাই নামাজ পড়তে গেলে সেই সুযোগে মানসিকভাবে বিধ্বস্ত তানিয়া মামার ঘরের আড়ার সঙ্গে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’

আরও পড়ুনঃ যমুনার চরাঞ্চলে সন্ত্রাসীদের পিটুনিতে একজন নিহত

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, ‘খবর পেয়ে ওসি মো. আফজাল হোসেন, এসআই শাহাবুদ্দিন ঘটনাস্থলে পৌঁছে বিকেলে তানিয়ার লাশ উদ্ধার করেন। এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, নং- ৪(১৫.২.১৯)। তানিয়ার লাশ শনিবার সকালে বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু