বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সলিউশন আঠায় নেশা, যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৪

কুষ্টিয়ার ভেড়ামারায় শনিবার সকাল ১০টায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে যুবকটি নেশাগ্রস্থ ছিলেন। 

নিহতের নাম শিমুল (২২)। তিনি ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্রামের মোজাফফর আলীর ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ এক কোটা এবং ৫/৬টি সলিউশন আঠা থাকা পলিথিন উদ্ধার করেছে।

ভেড়ামারার কুচিয়ামোড়া ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল হামিদ জানিয়েছেন, নিহত শিমুল একজন নেশাগ্রস্থ যুবক। তিনি সলিউশন আঠা পলিথিনে নিয়ে নেশা করতেন। বাড়ির পাশের একটি বাগানে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় মাফলার লাগানো ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

আরো পড়ুন: নাসার প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ

এলাকাবাসী বলছেন, কাঠ মিস্ত্রি এবং পানির মিস্ত্রিরা ব্যবহার করেন সলিউশন আঠা। এই আঠা পলিথিনে নিয়ে নাকে ঘ্রাণ নিয়ে নেশা করতেন শিমুল।

ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন জানিয়েছেন, গলার মাফলার ঝুলিয়েই আত্মহত্যা করেছেন ওই যুবক। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ