শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৬

ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর যুবলীগের সভাপতি আব্দুল মালেকের নামে চাঁদাবাজি মামলার প্রতিবাদে করেছে উপজেলা যুবলীগ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ীয়া উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল কদ্দুছ, যুগ্ম আহবায়ক রাসেল, উপজেলা শ্রমিক লীগের উজ্জলসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগ নেতাকর্মীসহ এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিলও করেন তারা। 

উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল কদ্দুছ বলেন, ফুলবাড়ীয়া পৌর যুবলীগের সভাপতি আব্দুল মালেকসহ ৪ জনের নামে ঠিকাদার জয়নাল আবেদীন বাদল মিথ্যে চাঁদাবাজির মামলা করে হয়রানি করছে। চাঁদাবাজির অভিযোগ থানায় দেয়ার পরই পুলিশ মামলা তদন্ত না করেই এফআইআর হিসেবে গ্রহণ করে পৌর যুবলীগ সভাপতি আব্দুল মালেককে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। 

আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টায় আরো বৃষ্টি হতে পারে

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি থানায় ঠিকাদার জয়নাল আবেদীন বাদল তাকে মারপিট, কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগে মালেকসহ ৪ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। সেদিন রাতেই উপজেলা সদরের চেম্বার থেকে মালেককে পুলিশ গ্রেফতার করে।  

ইত্তেফাক/কেআই