বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিবগঞ্জে বিজিবির সভায় স্কুলে পাঠদানে সমস্যার অভিযোগ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর উচ্চ বিদ্যালয়ে ক্লাশ চলাকালে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের শিয়ালমারা বিজিবি ক্যাম্পের সদস্যরা সভা করেছে। বিদ্যালয়ের পাশে এমন সভার কারণে কোমলমতি শিক্ষার্থীদের পড়তে হয়েছে বিপাকে। বিদ্যালয়ের পাশে আরো একটি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে।

শিক্ষার্থীদের অভিভাবকেরা অভিযোগ করে বলেন, ‘বিজিবির এই সভার কারণে আমাদের ছেলেমেয়েদের পাঠদানে বিঘ্ন ঘটেছে। কারণ এসেম্বলিতে দাঁড়াতেই বিজিবির অনুষ্ঠানের মাইকের শব্দ। মাইকের আওয়াজ শুনে সব শিক্ষার্থীর পড়াশোনা বিষয়ে অমনোযোগ সৃষ্টি হয়।’

বিজিবির সভায় ক্লাশ করতে পারছে না শিক্ষার্থীরা। ছবিঃ ইত্তেফাক।

স্থানীয়রা জানায়, স্কুলে ক্লাশ চলাকালে স্কুলের পাশেই অনুষ্ঠান করাটা কোনভাবে কাম্য নয়। এতে ছাত্র-ছাত্রীতের পড়াশোনার ব্যঘাত ঘটেছে।

আরও পড়ুনঃ সাতক্ষীরার কাথন্ডা সীমান্ত থেকে কাভার্ডভ্যান ভর্তি ফেন্সিডিলসহ আটক ২

এছাড়া বিদ্যালয়ের শিক্ষকদেরও একই অভিযোগ। শিক্ষার্থীদের কয়েকজন বলে, ‘আমরা প্রতিদিন বিদ্যালয়ে পড়াশোনা করতে আসি। আজকেও প্রতিদিনের মত বিদ্যালয়ে এসে দেখছি অনুষ্ঠান। মাইক বাজিয়ে অনুষ্ঠান করেছে। যাতে আমাদের পড়াশুনার অসুবিধা হয়েছে।’

ইত্তেফাক/নূহু