শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বগুড়ায় আওয়ামী লীগ-বিএনপি উভয় দলের মনোনয়নপত্র দাখিল

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৫

বগুড়ার শেরপুরে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীসহ ১০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান চারজন প্রার্থী। 

সোমবার উপজেলা পরিষদ নির্বাচনের (দ্বিতীয় ধাপ) মনোনয়নপত্র দাখিলে শেষ দিনে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। 

উপজেলা বিএনপির আহ্বায়কের পক্ষে মনোনয়নপত্র দাখিলন করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। 

প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, উপজেলা বিএনপির আহ্বায়ক জানে আলম খোকা ও এনপিপির দলীয় মনোনীত প্রার্থী মো. আব্দুর নূর। 

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজামাল সিরাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিলন, বাংলাদেশ আদিবাসী ফোরামের জেলা কমিটির আহ্বায়ক বাসুদেব রায়। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোছা. খাদিজা বেগম, শিল্পী বেগম, ফিরোজা বেগম ও মর্জিনা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন। 

ইত্তেফাক/অনি