শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চলতি মাসেই করতোয়ায় উচ্ছেদ অভিযান

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৪

বগুড়ায় করতোয়া নদী দখলদারদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুদ্ধ বগুড়াবাসী। ছয় মাস আগে করতোয়া নদীর অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে। কিন্তু উচ্ছেদের বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। সম্প্রতি হাইকোর্ট থেকে রায় দেওয়ার পর উচ্ছেদ অভিযান শুরু না হওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে। তবে প্রশাসনের একটি সূত্র বলছে এ মাসেই শুরু হবে উচ্ছেদ অভিযান।
 
জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, ভূমি সহকারি কর্মকর্তা করতোয়া নদীর সীমানা নির্ধারণ করে অবৈধ দখলদারদের চিহ্নিত করে তালিকা প্রস্তুত করে প্রতিবেদন দাখিল করেছেন। 

চিহ্নিত ৩৮টি স্থানের মধ্যে ৩০ অবৈধ দখলদারদের বিরুদ্ধে সহকারি কমিশনার (ভূমি) মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। 

এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) তমাল হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, উচ্ছেদের জন্য একজন সহকারি কমিশনারকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অচিরেই উচ্ছেদ অভিযান শুরু হবে।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলীমুর রাজিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অবৈধ দখলদারদার উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হচ্ছে। আশা করছি এই মাসেই উচ্ছেদ অভিযান চালানো হবে।’

ইত্তেফাক/অনি