বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টেকনাফে বন্দুকযুদ্ধে লক্ষ্মীপুরের মাদক কারবারী নিহত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩১

কক্সবাজারে টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে লক্ষ্মীপুরের এক মাদক কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ইয়াবা ও মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

 

জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সাবরাং কাঁটাবনিয়া পয়েন্ট থেকে টেকনাফ থানার পুলিশ ৪ হাজার পিস ইয়াবা ও লক্ষ্মীপুর সদরের শাকচর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মো. বেলালের (২৫) গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। 

আরো পড়ুন : টেকনাফে বন্দুকযুদ্ধে নুর ডাকাত নিহত

এদিকে বিজিবি সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মরিচ্যা চেকপোস্টে বিজিবির হাতে আটক এই মাদক পাচারকারীকে নিয়ে টেকনাফ-২ বিজিবির নায়েক মো. হাবিল উদ্দিন এবং কক্সবাজার-৩৪ বিজিবির নায়েব সুবেদার মো. ওহিদুল ইসলামের নেতৃত্বে যৌথ টহলদল উপজেলার সাবরাং কাঁটাবনিয়া পয়েন্টে পৌঁছালে চোরাকারবারীরা টহলদলের উপর গুলি বর্ষণ করতে থাকে। এ সময় বিজিবির যৌথ টহলদল পাল্টা গুলি করে। গুলির শব্দ থামার পর ভোরে যৌথ টহলদলের সদস্যরা তল্লাশি করে মো. বেল্লাল হোসেন (২৫) এর লাশ পায়।

 

ইত্তেফাক/ইউবি