শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিলেট নগরীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে সুপার শপে আগুন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৬

শহরের তালতলায় চেইন সুপার শপ বিগবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভোরে হঠাৎ করে সুপার শপটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের শিখা দেখে স্থানীয়রা পার্শ্ববর্তী দমকল বাহিনীকে খবর দেয়। সুপার শপটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য উপরের হোটেল সুফিয়াতে আগুন ছড়ায়নি।

দমকল বাহিনী সিলেটের স্টেশন অফিসার শিমুল আহমদ জানান, ‘প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে আনুমানিক অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।’

আরও পড়ুনঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি প্লাটুনের ভর্তি পরীক্ষা সম্পন্ন

তিনি আরও বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুন ছড়িয়ে পড়তে পারতো আবাসিক হোটেলে। এতে ব্যাপক প্রাণহানির ঘটনাও ঘটতে পারতো।’

ইত্তেফাক/নূহু