শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কবুতর চুরির দায়ে ৬ মাসের কারাদণ্ড

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২১:১৪

কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে সাজা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ তাদের সাজা দেন।

স্থানীয় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. বোরহান উল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার কালিনাথপুর গ্রামের খালেক মণ্ডলের বাড়িতে কবুতর চুরির সময় ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আলামিনকে (২২) আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের সাজা প্রদান করা হয়।

অপরদিকে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে উপজেলার পোড়াদহ রেল স্টেশন হতে মো. ফারুক (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ ছাত্রলীগ সম্পাদকের বিরুদ্ধে ওয়েল্ডিং মিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ

আসামি ফারুক চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার আনসারবাড়িয়া বাজার এলাকার আরজেদ আলীর ছেলে। অভিযানের সময় মিরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আইয়ুবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু