শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাঘাইছড়িতে নিহত আনসার পরিবারে আর্থিক অনুদান প্রদান

আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৭:৪৯

বাঘাইছড়ি উপজেলায় সহিংতার ঘটনায় নিহতের চার আনসার পরিবারের সদস্যদের মাঝে নগদ এক লক্ষ টাকা করে প্রদান করা হয়েছে। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রতি পরিবারে দেওয়া হবে মোট পাঁচ লাখ টাকা।

শুক্রবার দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাঙ্গামাটি জেলা কার্যালয়ে নিহত মিহির কান্তি দত্ত, বিলকিস আক্তার, জাহানারা বেগম ও আল আমিনের পরিবারের সদস্যদের হাতে টাকা করে তুলে দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক মো. সামছুল আলম।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক  মো. সামছুল আলম জানান, প্রতি পরিবারকে বাহিনীর পক্ষ থেকে প্রাপ্ত পাঁচ টাকার মধ্যে আজ নগদ এক লাখ টাকা করে প্রদান করা হলো। বাকি টাকা পর্যায়ক্রমে দেওয়া হবে। এছাড়া নিহতের পরিবারের পাশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সব সময় থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

আরো পড়ুন: আইপিএল খেলতে উড়াল দিলেন সাকিব

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ডার মো. আব্দুল আউয়ালসহ রাঙ্গামাটি আনসার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/অনি