বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিলেটে পাথর তুলতে গিয়ে শ্রমিক নিহত

আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৯:৫৬

সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জে শাহ আরফিন টিলায় আবার শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন  দুই শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে শাহ আরফিন টিলায় চিকাডর নারায়ণপুর এলাকার পাথর তুলতে গিয়ে গর্ত ধসে আবু সাঈদ (৩৫) নামের শ্রমিক নিহত হন। নিহত আবু সাঈদ কোম্পানিগঞ্জের ছনবাড়ি গ্রামের ধন মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হন সুনামগঞ্জের ছাতক উপজেলার রতনপুরের ফখর উদ্দিন (৩২) ও জগন্নাথপুর উপজেলার তেলিকোণা গ্রামের হোসেন (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন বিভিন্ন গর্ত থেকে পাথর তুলছিল শ্রমিকরা। রাতের বেলা জেনারেটর দিয়ে আলো জ্বালিয়ে পাথর তোলা হয়। বৃহস্পতিবার পাথর তোলার সময় গর্তের পাড় ধসে এক শ্রমিক নিচে পড়ে মারা যান। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।

আরো পড়ুন: রাজনীতিতে সানি লিওন!
 
কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

উল্লেখ্য সিলেটের সীমান্তবর্তী ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জসহ বিভিন্ন পাথর কোয়ারীতে পাথর ধসে শ্রমিক মারা যাওয়া ঘটনা ঘটে চলছে। বেসরকারি একটি সূত্র জানায়, প্রতি বছর এই সব পাথর কোয়ারীতে অন্তত ৩০-৪০ জন শ্রমিক মারা যাচ্ছেন। আহত হচ্ছেন শতাধিক শ্রমিক। 

ইত্তেফাক/অনি