বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজশাহীতে বীজ লাইব্রেরি

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৯:৫১

রাজশাহীর তানোরে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় প্রথম বীজ লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান বারসিক, বরেন্দ্র কৃষক বীজ ব্যাংক ও তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় যৌথভাবে বীজ লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়।

শনিবার সকাল ১০টায় তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ লাইব্রেরির উদ্বোধন করেন তানোর উপজেলার নির্বাহী অফিসার চৌধুরী গোলাম রাব্বী। পরে স্কুল প্রাঙ্গণে ‘বীজ ও আমাদের লোকায়ত কৃষি বিজ্ঞান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বীজ লাইব্রেরির গুরুত্ব তুলে ধরে বারসিক বরেন্দ্র অঞ্চলের সমন্বয়কারী শহিদুল ইসলাম বলেন, দেশের কৃষিতে তরুণসহ নতুন প্রজন্মের আগ্রহ দিনে দিনে কমে যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, ১৯৯১ সালে কৃষিতে ২৫-২৯ বছরের তরুণদের অংশগ্রহণ ছিলো ৫২.১ ভাগ। কিন্তু ২০১১ সালে এসে তা কমে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৯ ভাগ।

প্রধান অতিথি চৌধুরী গোলাম রাব্বী বলেন, বাংলাদেশে প্রথম বীজ লাইব্রেরি তানোরে প্রতিষ্ঠা পাচ্ছে। এটা আমাদের জন্যে গর্বের। কৃষি সম্পর্কিত জ্ঞান শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এ বীজ লাইব্রেরি অনেক ভূমিকা পালন করবে। অন্য শিক্ষা প্রতিষ্ঠানে এ বীজ লাইব্রেরি প্রতিষ্ঠা করার পরামর্শ দেন তিনি। 

আরো পড়ুন: গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিতে এসে আটক ছিনতাইকারী!

সভায় বরেন্দ্র বীজ ব্যাংকের সভাপতি ও জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত কৃষক ইউসুফ আলী মোল্লা, জাতীয় কৃষি পদক প্রাপ্ত আদর্শ কৃষক নুর মোহাম্মদ, তানোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এমদাদুল ইসলাম, তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক আলতাফ হোসেন, বারসিক বরেন্দ্র অঞ্চল সমন্বয়কারী শহিদুল ইসলাম, কর্মসূচি কর্মকর্তা (কৃষি) অমৃত কুমার সরকার ও এলাকার কৃষকসহ স্কুলটির তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/অনি