শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাল ভোট দেওয়ার সময় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আটক

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১২:১৭

মানিকগঞ্জের দৌলতপুরে জাল ভোট দেওয়ার সময় এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

 

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জীয়নপুরের খা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক হয়। আটক কর্মকর্তার নাম রুহুল আমিন। তিনি দৌলতপুর ক্ষুদ্র সাথিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আরো পড়ুন : কুমিল্লায় আগুনে পুড়ল ৪০ দোকান

সহকারী রিটানিং কর্মকর্তা উপজেলা ও নির্বাচন অফিসার আব্দুল মোমিন জানান, ওই কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করেছিলেন রুহুল আমিন। বিষয়টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসলে তারা তাকে আটক করে রিটার্নিং কর্মকর্তাকে জানায়। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তাকে আটক করা হয়।

 

ইত্তেফাক/ইউবি