শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঝালকাঠিতে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০১:০৭

নৌকা প্রতীকের নির্বাচিত প্রার্থী খান আরিফুর রহমান পেয়েছেন ৫৩ হাজার ৮৬৫ ভোট তার নিকটতম আনারস প্রতীকের প্রার্থী সৈয়দ রাজ্জাক সেলিম পেয়েছেন ৭ হাজার ৪৩৩ ভোট। ভাইস চেয়ারম্যান পুরুষ তালা প্রতীকে মইন তালুকদার পেয়েছেন ৩৮০০৮ ভোট তার নিকটতম বই প্রতীকে লিয়াকত আলী খান পেয়েছেন ১৪৭৭১ ভোট। ভাইস চেয়ারম্যান মহিলা ইসরাত জাহান সোনালী হাঁস মার্কায় ৪৩ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম কলশ মার্কায় সালমা রহমান পেয়েছেন ১৪৮০ ভোট।

রাজাপুর উপজেলার নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মনিরুজ্জামান পেয়েছেন ২৪ হাজার ৫৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম আনারস প্রতীকের প্রার্থী মিলন মাহমুদ বাচ্চু পেয়েছেন ১৩ হাজার ৭৫৩ ভোট। ভাইস চেয়ারম্যান পুরুষ তালা প্রতীকের জিয়া হায়দার খান লিটন ১২ হাজার ৯৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম আব্দুল্লাহ্ আল হাসান বাপ্পি বই প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৪৮২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা আক্তার লাইজু হাঁস প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৫৮৬ ভোট। তার নিকটতম কলস প্রতীকে নাছরিন আক্তার পেয়েছেন ১০ হাজার ৮৪০ ভোট। 

নলছিটি উপজেলার নৌকা প্রতীকের প্রার্থী সিদ্দিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে মফিজুর রহমান শাহিন পেয়েছেন ২৫ হাজার ১৪ ভোট। তার নিকটতম চশমা প্রতীকের তাজুল ইসলাম দুলাল চৌধুরী পেয়েছেন ৬ হাজার ৯৮০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকের মোর্শেদা লস্কর পেয়েছেন ২৮ হাজার ৬৩৮ ভোট তার নিকটতম ফুটবল প্রতীকের আয়শা আক্তার পেয়েছেন ৩ হাজার ৬২ ভোট।

ইত্তেফাক/আরকেজি