শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নন্দীগ্রামে নানা আয়োজনে গণহত্যা দিবস পালিত

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০০:১১

বগুড়ার নন্দীগ্রামে যথাযথ মর্যাদায় ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। দিবস উপলক্ষ্যে সোমবার উপজেলা প্রশাসন ভাটরা ইউনিয়নের বামনগ্রাম বধ্যভূমির স্মৃতিস্তম্ভে নানা কর্মসূচির আয়োজন করে।

বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের নেতৃত্বে মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বামনগ্রাম বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন।

এরপর ২৫ মার্চ ‘গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, নন্দীগ্রাম পৌর সভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যার মোরশেদুল বারী, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা দিপক কুমার হলদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার ও সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির প্রমুখ।

পরে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে সন্ধ্যা ৭টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে থানা পুলিশের আয়োজনে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে লাখো প্রদীপ প্রজ্বলন করা হয়।

ইত্তেফাক/আরকেজি