শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাঁশখালীতে জমি নিয়ে বিরোধে আহত ৮

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২০:৩০

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় মহিলাসহ আহত হয়েছে অন্তত ৮ জন।

আহতরা হলেন পল্লী চিকিৎসক রাসেল দেবনাথ (২৯), শ্যামল কান্তি নাথ (৪২), উপাসনা দেবী (৪৩), মেরী দেবী (৩০), রূপালী দেবী (৪২), লক্ষী দেবী (৪০), রাজিব নাথ (৩৫), সুনিল দেবনাথ (৪৮)। আহতরা বাঁশখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

আরও পড়ুনঃ তিন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র‍্যাব-পুলিশকে চিঠি

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাম্বল ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব চাম্বল এলাকার পল্লী চিকিৎসক রাসেল দেবনাথের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার অধীর নামে এক ব্যক্তির। সেই প্রেক্ষিতে বুধবার রাত ৩টার দিকে ২০-৩০ জনের একটি দল পল্লী চিকিৎসক রাসেল দেবনাথের বাড়ির চলাচল রাস্তা বন্ধ করে দিতে আসে। এ সময় ওই চিকিৎসকের পরিবারের সদস্যরা তাদের বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে পল্লী চিকিৎসক রাসেল দেবনাথের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় ওই দুর্বৃত্তের দল। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে বাঁশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/নূহু