শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আশুলিয়ায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২১:২৫

সাভার উপজেলার আশুলিয়ায় বাকিতে সিগারেট না দেওয়ায় ইলিয়াস মৃধা (৫০) নামের এক দোকানদারকে পিটিয়ে হত্যা করেছে এক বখাটে। বৃহস্পতিবার সকালে কলতাসূতী তালতলী এলাকায় এ হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সাথে জড়িত মুরাদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

নিহত ইলিয়াস আলী নড়াইলের লোহাগড়া থানাধীন পারমল্লিকপুর গ্রামের মৃত গোলাম রহমান মৃধার ছেলে। সে আশুলিয়ার কলতাসূতী তালতলী এলাকায় তার মেয়ের জামাতা ফরিদের বাড়িতে থেকে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গ্রেফতারকৃত মুরাদ কলতাসূতী এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।

আরো পড়ুন: পরিবহন ধর্মঘটে অ্যাম্বুলেন্স আটকে নিহত শিশুর লাশ উত্তোলন

নিহতের মেয়ে মনিরা জানান, ‘সকালে স্থানীয় বখাটে মুরাদ তার বাবার দোকানে সিগারেট আনতে যায়। সিগারেট বাকিতে দিতে পারবেনা জানালে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুরাদ দোকানের পাশে থাকা লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এ সময় সে মাটিতে লুটিয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) মো. আব্দুস সালাম জানান, ‘খবর পেয়ে ওই এলাকা থেকে মুরাদকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ইত্তেফাক বিএএফ