শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ওসমানীনগরে ডাকাতি, ৪ লাখ টাকার মালামাল লুট

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৬

সিলেটের ওসমানীনগরে ফার্মেসি ব্যবসায়ীর বাসায় ডাকাতি হয়েছে। এসময় ডাকাতদের হামলায় গৃহকর্তা গোয়ালাবাজার বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রগতি ফার্মেসির স্বত্তাধিকারী আব্দুল মুমিন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোয়ালাবাজার স্কুল রোডস্থ আব্দুল মুমিনের বাসায় ডাকাতি ঘটে।

ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১২ হাজার টাকাসহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে শনিবার সকলে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জসহ থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গৃহকর্তা আব্দুল মুমিন জানান, রাত সাড়ে ৩ টার দিকে ৭ জনের ডাকাত দল বাসার কেচি গেইটের তালা কেটে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে। সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় আমি বাঁধা দেয়ায় ডাকাতরা আমার ওপর হামলা চালিয়ে আমাকে আহত করে। ডাকাতরা প্রায় এক ঘণ্টা বাসায় অবস্থান নিয়ে বাসায় থাকা আলমিরা খোলে ১০ ভরি স্বর্ণ ও নগদ ১২ হাজার টাকাসহ দুই একটি দামি শাড়ি নিয়ে চলে যায়।

আরো পড়ুনঃ সকল মনোনয়ন প্রত্যাশীকে শেখ হাসিনার চিঠি 

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের আটকে পুলিশি অভিযান তৎপর রয়েছে। তদন্তক্রমে দ্রুত পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।  

ইত্তেফাক/কেকে