বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিলেট-৫ : আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ঐক্যফ্রন্ট প্রার্থীর ত্রিমুখী লড়াই

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১০:৫৩

প্রতীক বরাদ্দের পর পর প্রার্থী ও সমর্থকরা নির্বাচনী  প্রচারণা শুরু করেছেন। সিলেটের ৬টি আসনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সিলেট-৫ আসনে লড়াই হবে আওয়ামী লীগ ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীর মধ্যে।

 

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের হাফিজ আহমদ মজুমদার (নৌকা) ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুকের (ধানের শীষ) মধ্যে। তবে বর্তমান এমপি জাতীয় পার্টির সেলিম উদ্দিন (লাঙ্গল) ভাল অবস্থানে আছেন।

আরো পড়ুন : সিলেট-৪ : লড়াই হবে দুই সংসদ সদস্যের

এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল আমিন (হাতপাখা), গণফোরামের বাহার উদ্দিন আল রাজী (উদীয়মান সূর্য), বাংলাদেশ মুসলিম লীগের মো. শহিদ আহমদ চৌধুরী (হারিকেন), ইসলামী ঐক্যজোটের এমএ মতিন চৌধুরী (মিনার) এবং স্বতন্ত্র প্রার্থী ফয়জুল মুনীর চৌধুরী (সিংহ) প্রতীক পেয়েছেন।

 

 

ইত্তেফাক/ইউবি