
পুলিশি নির্যাতনের প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসের রাজপথে গত রবিবার বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। বিক্ষোভ দমাতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।
‘মার্চ ফর জাস্টিস অ্যান্ড ডিগনিটি’ নামের একটি সংগঠন ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিল শুরু হলে হাজারো বিক্ষোভকারী ‘নো জাস্টিস, নো পিস’ বলে শ্লোগান দেন। তারা সাম্প্রতিক সময়ে কৃষ্ণাঙ্গসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর পুলিশি নির্যাতন বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে, তা বন্ধের দাবি করেন। মিছিলে অংশ নেওয়া ফাতিহা বোউরাস নিজেকে একজন ভুক্তভোগীর মা পরিচয় দিয়ে বলেন, ‘সাম্প্রতিক সময়ে পুলিশি হত্যার পরিমাণ অনেক বেড়ে গেছে। এটা বন্ধ করা উচিত।’ মিছিলের সহ-আয়োজক আমাল বেনতৌসি বলেন, ‘আমরা এসব অপরাধের বিচার পেতে চাই।’ ২০১২ সালে প্যারিসে আমালের ভাই পুলিশের গুলিতে নিহত হন। এরপর থেকে তিনি ভাই হত্যার বিচার চেয়ে আন্দোলন করছেন।
প্রসঙ্গত, ফ্রান্সে জরুরি অবস্থা বহাল থাকায় দেশটির পুলিশ ব্যাপক ক্ষমতার প্রয়োগ করছে বলে অনেকে অভিযোগ করেছেন। ২০১৫ সালের নভেম্বরে প্যারিস হামলার প্রেক্ষিতে ফ্রান্সে জরুরি অবস্থা জারি করা হয়। এরপর কয়েক দফায় তা বাড়ানো হয়েছে।
ইত্তেফাক/নূহু
ফজর | ৪:১৪ |
যোহর | ১১:৫৮ |
আসর | ৪:৩১ |
মাগরিব | ৬:২৫ |
এশা | ৭:৪১ |