মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নতুন উচ্চক্ষমতা সম্পন্ন মারণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১০:৪৫

নতুন উচ্চক্ষমতা সম্পন্ন এক মারণাস্ত্রের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। তবে সেটি কোন ধরনের অস্ত্র তা জানানো হয়নি। খবর আল-জাজিরার।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়, দেশটির জাতীয় প্রতিরক্ষা একাডেমি প্রাঙ্গণে নতুন মারণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। 

দেশটির রাষ্ট্রীয় এক সংবাদমাধ্যম জানায়, এতে ভীষণ খুশী উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। নতুন মারণাস্ত্র তৈরির কাজে নিয়োজিত সবাইকে ধন্যবাদও জানান কিম। 

চলতি বছরের জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে বসেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বৈঠকের পর ট্রাম্প জানান, সকল ধরণের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে উত্তর কোরিয়া।

ইত্তেফাক/এসআর