মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ছুরি দিয়ে কেটে কলা খান রানী এলিজাবেথ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০০:৪৮

ব্রিটেনের দ্বিতীয় রানী এলিজাবেথ আলেকজান্ড্রা মেরি স্বাস্থ্য সম্পর্কে বরাবরই সচেতন। মেনে চলেন নানা নিয়ম কানুনও। স্বাস্থ্য ভালো রাখতে খান বিভিন্ন ফলমূল।

তবে কলা খাওয়ার সময় আর দশটা সাধারন মানুষের মত করে খান না। কলা খাওয়ার সময় মেনে চলেন অদ্ভুত রীতি। কলা খেতে তিনি ছুরি ও কাঁটাচামচ ব্যবহার করেন। সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছেন রয়্যাল পরিবারের সাবেক এক রাধুনী ড্যারেন ম্যাকগ্রেডি।

তিনি তার 'ইটিং রয়্যালি' বইয়ে এই তথ্য প্রকাশ করেন। এদিকে এই তথ্যটি গতকাল বৃহস্পতিবার ড্যারেনের মুখপাত্র সংবাদমাধ্যম ইনসাইডারকে এ তথ্য জানান।    

কিন্তু ঠিক কি কারণে রানী এলিজাবেথ এমন করে কলা খান, দেওয়া হয়েছে অবাক করার মত তথ্য। কলা খাওয়ার সময় যেন এলিজাবেথকে বানরের মত না দেখায় এজন্য তিনি এমন পদ্ধতি অবলম্বন করেন। 

আরও জানানো হয়, দ্বিতীয় রানী এলিজাবেথ কলা খাওয়ার সময় ছুরি দিয়ে টুকরো করে কেটে কাঁটাচামচ দিয়ে খান।

ইত্তেফাক/এসআর   

.