শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন সিনেটে প্রস্তাব

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ০৪:৫৮

সাংবাদিক জামাল খাশোগি হত্যা ও ইয়েমেনে বেসামরিক মানুষ হত্যার জেরে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন সিনেটে নতুন বিল এনেছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক সিনেটররা। বৃহস্পতিবার ওই বিল আনা হয়েছে। বিলটি আইনে পরিণত হলে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের পাশাপাশি ইয়েমেন যুদ্ধে ব্যবহূত সৌদি বিমানে তেল সরবরাহও বন্ধ করবে যুক্তরাষ্ট্র। এছাড়া ইয়েমেনে মানবিক সহায়তা দানে বাধাদানকারী ও ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সমর্থকদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা যাবে। নতুন বিলটির পক্ষে প্রচার চালাচ্ছেন তিন জন রিপাবলিকান ও তিনজন ডেমোক্র্যাট সিনেট সদস্য।

মক্কা ও মদিনায় খাশোগির গায়েবানা জানাজা

তুরস্কের সৌদি কনস্যুলেটে নিহত সাংবাদিক জামাল খাশোগির গায়েবানা জানাজা সৌদি আরবের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববীতে এই জানাজা অনুষ্ঠিত হয়। মদিনায় জানাজায় অংশ নেন খাশোগির পুত্র সালাহ খাশোগি। সৌদি আরব ছাড়াও তুরস্কের ইস্তাম্বুল শহরের ফাতিহ মসজিদেও অনুষ্ঠিত হয়েছে এই সাংবাদিকের গায়েবানা জানাজা।

ইত্তেফাক/আরকেজি